সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। তবে দেশের বড় কোনো রাজনৈতিক দল যদি আবেদন করে, তবে সে বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তা আব্দুর রহমানেল মাছউদ আজ (সোমবার) এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, “মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে নাই।”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “মেজর রাজনৈতিক দলগুলো যদি আবেদন করে তাহলে আমরা সেটি বিবেচনা করতাম। এখন পর্যন্ত কোনো মেজর রাজনৈতিক দল থেকে এমন আবেদন আসেনি।”
বিএনপি কিংবা জামায়াত থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো আবেদন এসেছে কি না—এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য তার কাছে নেই।
ইসির সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার।
মনোনয়নপত্র জমার পরবর্তী কার্যক্রমের সময়সূচি নিম্নরূপ:
* মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত।
* রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের: ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
* আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।
রিপোর্টারের নাম 
























