তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ৪টি ভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
প্রতিষ্ঠানের নাম হলো: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এই পদগুলোতে চাকরির ধরন স্থায়ী এবং নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা।
বয়সসীমার ক্ষেত্রে, ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। তবে, ১ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীরা ৩৪ বছর বয়স পর্যন্ত শিথিলতা পাবেন।
আবেদন করতে আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ সাইজের ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা (অফেরতযোগ্য) হিসেবে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময় ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























