ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বিনোদন জগতে জন্মদিনের আমেজ: আজ জনপ্রিয় ৫ অভিনেত্রীর জন্মদিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিনোদন অঙ্গনে আজ যেন জন্মদিনের উৎসব। জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রী—মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা এবং দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম—আজকের দিনে (১২ অক্টোবর) জন্মেছিলেন।

জন্মদিনে এই পাঁচ তারকাকেই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের অভিনন্দন ভালোবাসায় সিক্ত করছেন। সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

খোঁজ নিয়ে জানা গেল, জন্মদিন উপলক্ষে কোনো তারকাই এবার জমকালো আয়োজনে যাচ্ছেন না। বরং পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি।

মেহের আফরোজ শাওন: অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি মেহের আফরোজ শাওন ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। শাওন দুই পুত্রের জননী।

শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পরিচালনাতেও তিনি নিজের পারদর্শিতা দেখিয়েছেন। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

সোহানা সাবা: জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার যাত্রা শুরু ছোটপর্দার অভিনেত্রী হিসেবে হলেও তিনি রুপালি পর্দাতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন; তাঁর প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মিত হয়েছে, যেখানে তিনি অভিনয়ও করছেন। সাবা এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন।

কেয়া: যশোরের মেয়ে চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত তাঁর প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’-এ তাঁর বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ।

মৌসুমী হামিদ: ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে মৌসুমী হামিদের পথচলা শুরু হয়। তিনি টিভি এবং চলচ্চিত্র—দু’মাধ্যমেই কাজ করে যাচ্ছেন।

নাদিয়া আফরিন মিম: ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে তিনি নিয়মিতই নাটক ও বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

বিনোদন জগতে জন্মদিনের আমেজ: আজ জনপ্রিয় ৫ অভিনেত্রীর জন্মদিন

আপডেট সময় : ১১:৪৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

বিনোদন অঙ্গনে আজ যেন জন্মদিনের উৎসব। জনপ্রিয় পাঁচ তারকা অভিনেত্রী—মেহের আফরোজ শাওন, কেয়া, সোহানা সাবা এবং দুই লাক্স তারকা মৌসুমী হামিদ ও নাদিয়া আফরিন মিম—আজকের দিনে (১২ অক্টোবর) জন্মেছিলেন।

জন্মদিনে এই পাঁচ তারকাকেই ভক্ত-অনুরাগী ও কাছের মানুষদের অভিনন্দন ভালোবাসায় সিক্ত করছেন। সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।

খোঁজ নিয়ে জানা গেল, জন্মদিন উপলক্ষে কোনো তারকাই এবার জমকালো আয়োজনে যাচ্ছেন না। বরং পরিবারের সদস্য, বন্ধু-স্বজনদের নিয়ে কাটাবেন দিনটি।

মেহের আফরোজ শাওন: অভিনেত্রী, পরিচালক, গায়িকা, নৃত্যশিল্পী ও স্থপতি মেহের আফরোজ শাওন ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। শাওন দুই পুত্রের জননী।

শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পরিচালনাতেও তিনি নিজের পারদর্শিতা দেখিয়েছেন। নাটক-টেলিছবির পাশাপাশি ‘কৃষ্ণপক্ষ’ সিনেমা দিয়ে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

সোহানা সাবা: জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবার যাত্রা শুরু ছোটপর্দার অভিনেত্রী হিসেবে হলেও তিনি রুপালি পর্দাতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তাঁর আলোচিত ছবির মধ্যে রয়েছে ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’ ইত্যাদি। প্রযোজক হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন; তাঁর প্রযোজনায় একটি ওয়েব সিরিজ নির্মিত হয়েছে, যেখানে তিনি অভিনয়ও করছেন। সাবা এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন এবং সর্বশেষ একটি ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন।

কেয়া: যশোরের মেয়ে চিত্রনায়িকা কেয়া ২০০১ সালে মাত্র ১৪ বছর বয়সে সিনেমায় অভিনয় শুরু করেন। মনতাজুর রহমান আকবর পরিচালিত তাঁর প্রথম সিনেমা ‘কঠিন বাস্তব’-এ তাঁর বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ।

মৌসুমী হামিদ: ২০১০ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে মৌসুমী হামিদের পথচলা শুরু হয়। তিনি টিভি এবং চলচ্চিত্র—দু’মাধ্যমেই কাজ করে যাচ্ছেন।

নাদিয়া আফরিন মিম: ২০১৪ সালে অনুষ্ঠিত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন নাদিয়া আফরিন মিম। এরপর থেকে তিনি নিয়মিতই নাটক ও বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন।