রকসংগীতপ্রেমীদের জন্য দারুণ খবর! বাংলাদেশের নগরবাউল জেমস ও পাকিস্তানের সুফি রক ব্যান্ড জুনুনের গায়ক আলি আজমত এক মঞ্চে গানে গানে মাতাবেন। তাদের পরিবেশনা দেখতে মুখিয়ে আছেন দর্শক-শ্রোতারা।
‘লিজেন্ডস লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট আয়োজন করছে অ্যাসেন। আগামী ১৪ নভেম্বর সন্ধ্যায় ঢাকা-টঙ্গী মহাসড়কে অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই দুই রক তারকা একসঙ্গে গান গাইবেন। এই কনসার্টে রক ও সুফি সংগীতের মেলবন্ধনে দর্শকরা এক দারুণ অভিজ্ঞতা পাবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
আলি আজমত নিজের ফেসবুক পেজে ঢাকায় আসার কথা জানিয়েছেন। ১৯৯৭ সালে জুনুন ব্যান্ডের ‘আজাদি’ অ্যালবামের ‘সাইয়োনি’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন তিনি। একই অ্যালবামের ‘গরজ বারাস’ গানটি ২০০৩ সালে বলিউডের ‘পাপ’ সিনেমায় ব্যবহৃত হয়। ২০১২ সালে ‘জিসম টু’ ছবিতে তার গাওয়া ‘ইয়ে জিসম হ্যায় তো কেয়া’ ও ‘মাওলা’ গান দুটি ব্যাপক জনপ্রিয়তা পায়, যা বাংলাদেশেও তার অসংখ্য ভক্ত তৈরি করে।
জেমস ও আলি আজমতের কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েবসাইটে। এই কনসার্ট আয়োজনে সহযোগিতা করছে স্টেট মিডিয়া।
রিপোর্টারের নাম 

























