অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীপিকার কাজের প্রতি ‘দায়বদ্ধতার অভাব’ ছিল।
এই পরিস্থিতিতে খবর রটেছে যে, দীপিকার বাদ পড়ায় আলিয়া ভাটকে এই সিনেমায় কাস্ট করার কথা ভাবা হচ্ছে। গুঞ্জন উঠেছে যে বলিউডের একের পর এক বড় কাজ থেকে দীপিকা নাকি বাদ পড়ছেন। ঘনিষ্ঠ সূত্রের খবর, সিকুয়েলে ‘সুমতী’ চরিত্রের জন্য প্রযোজনা সংস্থা আলিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।
প্রযোজনা সংস্থা জানিয়েছে যে, কাজের প্রতি দায়বদ্ধতার অভাবের কারণেই দীপিকা সিকুয়েলে থাকছেন না। এমন মন্তব্যের পর দীপিকার কাজের সময়সীমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মা হওয়ার পর অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছিলেন, তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না।
এই শর্তের কারণেই প্রযোজকরা তাকে এড়িয়ে চলছেন বলে মনে করা হচ্ছে। একের পর এক বড় প্রজেক্ট হাতছাড়া হলেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন।
এ প্রসঙ্গে দীপিকা বলেন, “আমি এমন অনেক পুরুষ তারকাকে চিনি, যারা দিনে আট ঘণ্টার বেশি কাজ করেন না। তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন মহিলা একই দাবি করলে সেটা বিতর্ক হয়ে যায়!”
দীপিকার এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। চার বছরের সন্তানের মা ইকরা তার ইনস্টাগ্রামে লিখেছেন, “একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চাইছেন এটাই স্বাভাবিক। তিনি প্রতিশ্রুতি ভাঙছেন না, বরং দায়িত্বশীল। সহকর্মীদের উচিত তাকে সমর্থন করা।”
রিপোর্টারের নাম 

























