ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে। প্রাথমিক আবেদনের ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদন করা কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখার সব শিক্ষার্থীর জন্য ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, সময় থাকবে ১ ঘণ্টা এবং পাস নম্বর ৩৫। ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ’র ৪০ শতাংশ ও এইচএসসির জিপিএ’র ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির যোগ্যতার মধ্যে মানবিক ও ব্যবসায় শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০ এবং মোট জিপিএ ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান ও কারিগরি শাখায় এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে জিপিএ ২.০ এবং সম্মিলিত জিপিএ অন্তত ৪.৭৫ থাকতে হবে। কেবল এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার পাঁচ দিন আগে আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় এডমিট কার্ডের সঙ্গে এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র দেখাতে হবে এবং কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

ও-লেভেল, এ-লেভেল ও বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে আবেদন করতে হবে। তাদেরও ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি জমা দিতে হবে। খেলোয়াড়, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট সনদপত্র জমা দিতে হবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন শুরু ২৩ নভেম্বর

আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ও গাইডলাইন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বিভাগের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৩ নভেম্বর বিকেল ৪টা থেকে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে। প্রাথমিক আবেদনের ফি ১,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আবেদন করা কলেজে ৪ জানুয়ারি ২০২৬-এর মধ্যে জমা দিতে হবে।

মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও কারিগরি শাখার সব শিক্ষার্থীর জন্য ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে, সময় থাকবে ১ ঘণ্টা এবং পাস নম্বর ৩৫। ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসির জিপিএ’র ৪০ শতাংশ ও এইচএসসির জিপিএ’র ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরে মেধাতালিকা তৈরি করা হবে।

ভর্তির যোগ্যতার মধ্যে মানবিক ও ব্যবসায় শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০ এবং মোট জিপিএ ৪.৫০ থাকতে হবে। বিজ্ঞান ও কারিগরি শাখায় এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে জিপিএ ২.০ এবং সম্মিলিত জিপিএ অন্তত ৪.৭৫ থাকতে হবে। কেবল এসএসসি ২০২২ ও ২০২৩ এবং এইচএসসি ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার পাঁচ দিন আগে আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় এডমিট কার্ডের সঙ্গে এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র দেখাতে হবে এবং কোনো ধরনের মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না।

ও-লেভেল, এ-লেভেল ও বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলে আবেদন করতে হবে। তাদেরও ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন ফি জমা দিতে হবে। খেলোয়াড়, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট সনদপত্র জমা দিতে হবে।