কিংবদন্তি সংগীতশিল্পী এবং ব্যান্ডদল ‘দলছুট’-এর প্রতিষ্ঠাতা সদস্য সঞ্জীব চৌধুরীর আজ (১৯ নভেম্বর) মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে জন্মগ্রহণকারী সঞ্জীব চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স করেন এবং আশির দশকে সাংবাদিকতা শুরু করেন।
তিনি আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় কাজ করেছেন এবং দেশের দৈনিক পত্রিকায় ফিচার বিভাগের যাত্রা শুরুর ক্ষেত্রে তার অনন্য ভূমিকা ছিল। ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারের সঙ্গে তিনি ভিন্নধর্মী ব্যান্ড ‘দলছুট’ গঠন করেন, যার চারটি অ্যালবামে তিনি কাজ করেছেন এবং অনেক গান রচনা ও সুরারোপ করেছেন।
কবি, সাংবাদিক, গীতিকার, সুরকার, গায়ক ও সংগঠক হিসেবে খ্যাতি অর্জন করা সঞ্জীব চৌধুরীর গানে সমাজ, দেশ ও রাজনৈতিক সচেতনতার প্রতিফলন পাওয়া যায়। তার সুর ও গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ‘বায়োস্কোপ’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’, ‘আমি তোমাকেই বলে দিব’, ‘রিকশা’ ইত্যাদি আজও শ্রোতাদের মন ছুঁয়ে যায়।
রিপোর্টারের নাম 

























