ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

সূত্রমতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থা অর্জনে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় বা কোনো বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারসহ সকল স্তরের জনবলকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। কোনো মহলের চাপ বা প্রলোভনের মুখে নতিস্বীকার না করে কেবল আইন ও বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তবে তাকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়েছে।

সূত্রমতে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের পবিত্রতা রক্ষা এবং ভোটারদের আস্থা অর্জনে কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যত্যয় বা কোনো বিশেষ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারসহ সকল স্তরের জনবলকে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। কোনো মহলের চাপ বা প্রলোভনের মুখে নতিস্বীকার না করে কেবল আইন ও বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করাই হবে তাদের প্রধান লক্ষ্য।

নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রাথমিক সত্যতা পাওয়া যায়, তবে তাকে দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলেও জানানো হয়েছে।