ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী, যার মধ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সামরিক বাহিনী এটি দেখছে এবং আমরা খুব শক্তিশালী বিকল্পের কথা ভাবছি আমরা একটি সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, সামরিক পদক্ষেপের হুমকির পর আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের নেতৃত্ব এবং বৈঠকের আয়োজন চলছে।

তবে এটাও বলেছেন, বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে।

ট্রাম্পের সবশেষ হুমকি এমন সময় এলো যখন ইরানি নেতারা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ‘ইরানের ওপর আক্রমণ হলে, দখলকৃত অঞ্চলের (ইসরায়েল) পাশাপাশি সকল মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে’।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ইরানি রিয়ালের মান কমে যাওয়ার কারণে দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের হিসেবে অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। কর্তৃপক্ষ নিহত বিক্ষোভকারীদের সংখ্যা নিশ্চিত করেনি। তবে দেশের বাইরে অবস্থিত বিরোধী কর্মীরা বলছেন, মৃতের সংখ্যা অনেকে বেশি এবং এতে শত শত বিক্ষোভকারীও রয়েছেন।

আরএ

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুমকি-ধমকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী, যার মধ্যে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

রোববার রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এটিকে খুব গুরুত্ব সহকারে দেখছি। সামরিক বাহিনী এটি দেখছে এবং আমরা খুব শক্তিশালী বিকল্পের কথা ভাবছি আমরা একটি সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, সামরিক পদক্ষেপের হুমকির পর আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের নেতৃত্ব এবং বৈঠকের আয়োজন চলছে।

তবে এটাও বলেছেন, বৈঠকের আগেই পদক্ষেপ নিতে হতে পারে।

ট্রাম্পের সবশেষ হুমকি এমন সময় এলো যখন ইরানি নেতারা সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ‘ইরানের ওপর আক্রমণ হলে, দখলকৃত অঞ্চলের (ইসরায়েল) পাশাপাশি সকল মার্কিন ঘাঁটি এবং জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে’।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা ইরানি রিয়ালের মান কমে যাওয়ার কারণে দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের হিসেবে অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ১০৯ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। কর্তৃপক্ষ নিহত বিক্ষোভকারীদের সংখ্যা নিশ্চিত করেনি। তবে দেশের বাইরে অবস্থিত বিরোধী কর্মীরা বলছেন, মৃতের সংখ্যা অনেকে বেশি এবং এতে শত শত বিক্ষোভকারীও রয়েছেন।

আরএ