কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল-সালেম আল সাবাহ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
গত বুধবার (৭ জানুয়ারি) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিশেষ করে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দীর্ঘদিনের বন্ধুপ্রতিম এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং প্রতিরক্ষা খাতে সমন্বয় বাড়াতে উভয় পক্ষই ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।
রিপোর্টারের নাম 

























