অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুত ব্যাটারি খরচ করা অ্যাপ শনাক্তের জন্য নতুন উদ্যোগ নিয়েছে গুগল। এই উদ্যোগের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে বেশি কার্যক্রম চালানো অ্যাপগুলোকে শিগগিরই গুগল প্লে স্টোরে আলাদা করে দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারেন কোন অ্যাপ তাদের ফোনের ব্যাটারি দ্রুত খায়।
গুগল জানিয়েছে, নির্ধারিত সীমা অতিক্রম করলে ওই অ্যাপগুলোকে প্লে স্টোরে ‘ব্যাটারি পারফরম্যান্স খারাপ’ হিসেবে চিহ্নিত করা হবে এবং প্রয়োজন হলে অ্যাপের প্রদর্শনের ক্ষেত্রে সুপারিশনির্ভর অবস্থানও কমানো হতে পারে। নতুন উদ্যোগের লক্ষ্য অ্যান্ড্রয়েড অ্যাপের সামগ্রিক মান উন্নয়ন ও ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানো।
এই উদ্যোগের আওতায় অ্যান্ড্রয়েড ভাইটালস সিস্টেমের মাধ্যমে দেখা হবে যে স্ক্রিন বন্ধ থাকা অবস্থায় অ্যাপগুলো কতক্ষণ ব্যাকগ্রাউন্ডে চলেছে। যদি কোনো অ্যাপ ২৮ দিনের মধ্যে ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ সেশনে অতিরিক্ত ব্যাটারি খরচ করে, তবে তা সীমা অতিক্রম হিসেবে গণ্য হবে এবং ডেভেলপাররা সতর্কবার্তা পাবেন।
গুগল জানিয়েছে, অ্যাপের নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও এই উদ্যোগের মূল উদ্দেশ্য ব্যাটারির স্থায়িত্ব ও অ্যাপের প্রযুক্তিগত মান বৃদ্ধি। কোনো অ্যাপ ব্যবহারকারীর প্রকৃত সুবিধা ছাড়া যদি সিস্টেম রিসোর্স ব্যবহার করে, তা চিহ্নিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এটি ম্যালওয়্যার শনাক্তের টুল নয়। ডেভেলপারদের ২০২৬ সালের ১ মার্চের মধ্যে নতুন অ্যান্ড্রয়েড ভাইটালস মেট্রিক ‘এক্সসিভ পারশিয়াল ওয়েক লক’ অনুযায়ী তাদের অ্যাপ হালনাগাদ করতে হবে।
রিপোর্টারের নাম 

























