ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বহু প্রতীক্ষার পর অবশেষে সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্মানসূচক অস্কার হাতে তুলে নিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। গত রবিবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার হলিউডের রে ডলবি বলরুমে অনুষ্ঠিত অ্যাকাডেমির ১৬তম গভর্নর্স অ্যাওয়ার্ডসে তার হাতে এই পুরস্কার তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।

পুরস্কার গ্রহণের সময় ৬৩ বছর বয়সী এই অভিনেতা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছে। এটি বিভিন্ন সংস্কৃতি বোঝা শেখায়, আবার আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।” নিজের শৈশবের কথা স্মরণ করে তিনি আরও জানান, সিনেমা হলের প্রজেক্টরের আলোই তার কল্পনাকে উন্মুক্ত করেছিল।

টম ক্রুজ এর আগে চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন—সেরা অভিনেতা হিসেবে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য, সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ‘ম্যাগনোলিয়া’-এর জন্য এবং সেরা প্রযোজক হিসেবে ‘টপ গান: ম্যাভেরিক’-এর জন্য। সম্মানসূচক এই অস্কার তার ক্যারিয়ারকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেল।

এদিনের গভর্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজ ছাড়াও আরও সম্মাননা পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, এবং মানবিক অবদানের জন্য সংগীত তারকা ডলি পার্টন (শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি)।

পুরো আয়োজনে জেনিফার লরেন্স, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোন, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনিসহ অসংখ্য হলিউড তারকা উপস্থিত ছিলেন। অস্কারের আগের অন্যতম গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির মর্যাদা প্রতি বছরই বাড়ছে।

উল্লেখ্য, টম ক্রুজ বর্তমানে আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন, যা ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ই-রিটার্ন দাখিলে ৩২ লাখ ছাড়ালো: প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক বলছে এনবিআর

বহু প্রতীক্ষার পর অবশেষে সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ

আপডেট সময় : ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সম্মানসূচক অস্কার হাতে তুলে নিলেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। গত রবিবার (১৬ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার হলিউডের রে ডলবি বলরুমে অনুষ্ঠিত অ্যাকাডেমির ১৬তম গভর্নর্স অ্যাওয়ার্ডসে তার হাতে এই পুরস্কার তুলে দেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু।

পুরস্কার গ্রহণের সময় ৬৩ বছর বয়সী এই অভিনেতা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “সিনেমা আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেছে। এটি বিভিন্ন সংস্কৃতি বোঝা শেখায়, আবার আমাদের মিলও দেখায়। অন্ধকার হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।” নিজের শৈশবের কথা স্মরণ করে তিনি আরও জানান, সিনেমা হলের প্রজেক্টরের আলোই তার কল্পনাকে উন্মুক্ত করেছিল।

টম ক্রুজ এর আগে চারবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন—সেরা অভিনেতা হিসেবে ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’-এর জন্য, সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ‘ম্যাগনোলিয়া’-এর জন্য এবং সেরা প্রযোজক হিসেবে ‘টপ গান: ম্যাভেরিক’-এর জন্য। সম্মানসূচক এই অস্কার তার ক্যারিয়ারকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেল।

এদিনের গভর্নর্স অ্যাওয়ার্ডসে টম ক্রুজ ছাড়াও আরও সম্মাননা পেয়েছেন কোরিওগ্রাফার-অভিনেত্রী ডেবি অ্যালেন, প্রোডাকশন ডিজাইনার উইন থমাস, এবং মানবিক অবদানের জন্য সংগীত তারকা ডলি পার্টন (শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি)।

পুরো আয়োজনে জেনিফার লরেন্স, লিওনার্দো ডিক্যাপ্রিও, ডোয়াইন জনসন, এমা স্টোন, মাইকেল বি. জর্ডান, সিডনি সুইনিসহ অসংখ্য হলিউড তারকা উপস্থিত ছিলেন। অস্কারের আগের অন্যতম গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটির মর্যাদা প্রতি বছরই বাড়ছে।

উল্লেখ্য, টম ক্রুজ বর্তমানে আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় একটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন, যা ২০২৬ সালের অক্টোবর মাসে মুক্তি পাবে।