আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির জন্য জমা দেওয়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদ অনুযায়ী ১৬টি সংস্থা প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত হয়েছে। এসব সংস্থার নিবন্ধনের বিষয়ে কারও কোনো দাবি বা আপত্তি থাকলে আগামী ২৭ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর জানাতে বলা হয়েছে।
প্রাথমিকভাবে নিবন্ধন পাওয়া সংস্থাগুলো হলো- এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) ও উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
এর আগে গত ৬ নভেম্বর নির্বাচন কমিশন ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয়। নতুন এই সিদ্ধান্তের ফলে আসন্ন জাতীয় নির্বাচনে দেশি পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৮২-তে।
রিপোর্টারের নাম 

























