বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযুক্ত হলেন। আদালত তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো আনুষ্ঠানিকভাবে গঠন করেছেন এবং আগামী ২০ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
সাক্ষ্যগ্রহণের এই তারিখটি ঠিক করেন ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন। তিনি বৃহস্পতিবার এই আদেশ দেন।
এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন গত ২৫ অক্টোবর আদালতে এস কে সুরের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর আদালত তার উপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানির জন্য বৃহস্পতিবার দিনটি ধার্য করেছিলেন।
সেই অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পুলিশ এস কে সুরকে আদালতে নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সংক্ষেপে পড়ে শোনানোর পর আদালত তা গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য ২০ জানুয়ারি দিনটি ঠিক করে দেন।
গত বছরের ২৭ অক্টোবর দুদক থেকে এস কে সুর চৌধুরীকে তার সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। নিয়ম ছিল ২১ কার্যদিবসের মধ্যে (যা শেষ হয় ২০২৪ সালের ২৫ নভেম্বর) তাকে এই বিবরণী জমা দিতে হবে। কিন্তু তিনি তা না করায় দুদক আইনের ২৬(২) ধারায় অপরাধী হিসেবে গণ্য হন। এরই জের ধরে গত ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।
প্রসঙ্গত, সিতাংশু কুমার সুর ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
রিপোর্টারের নাম 
























