পাহাড়ের সবুজ ধ্বংস করে গোপনে কাঠ পাচারের একটি বড় পরিকল্পনা ভেস্তে দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পাচারকারীদের জমানো প্রায় ৫০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার সকালে। লক্ষ্মীছড়ি জোনের অধীন উল্টাছড়ি টহল ঘাঁটির একটি দল নিয়মিত টহলে বের হয়। কেরেক্কাটা এলাকার একটি ঝিরির কাছে পৌঁছালে তারা বিপুল পরিমাণ কাঠ স্তূপ করে রাখা দেখতে পান।
খোঁজ নিয়ে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র গত এক মাস ধরে গোপনে ওই দুর্গম এলাকায় পাহাড়ি গাছ কেটে কাঠগুলো জমা করছিল। সুযোগ বুঝে এগুলো পাচারের পরিকল্পনা ছিল তাদের। তবে সেনাবাহিনী ওই এলাকায় কড়া টহল ও নজরদারি বাড়ানোয় পাচারকারীরা বিপদ আঁচ করতে পারে। ধরা পড়ার ভয়ে তারা শেষ পর্যন্ত সব কাঠ ফেলেই পালিয়ে যায়।
পরে টহল দলটি কাঠগুলো জব্দ করে এবং নিয়ম অনুযায়ী বন বিভাগকে বিষয়টি জানায়।
এ বিষয়ে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক জানান, “পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য অবৈধভাবে গাছ কাটা একটি মারাত্মক হুমকি। সেনাবাহিনী এই অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় সব সময় comprometido। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড রুখতে আমাদের কঠোর অভিযান ভবিষ্যতেও চলবে।”
উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ বাঁচাতে এবং সংঘবদ্ধ পাচারকারী চক্রগুলোকে ধরতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান নিয়মিতই চালানো হচ্ছে।
রিপোর্টারের নাম 

























