২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় দেশ যখন এক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনী একটি ঐতিহাসিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে। তারা জনগণের ওপর অস্ত্র না তুলে, উল্টো তাদের পাশেই দাঁড়ানোর পথ বেছে নেয়।
সেনাবাহিনীর এই একটি সিদ্ধান্তই গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং দেশকে একটি ভয়াবহ গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করেছিল। একে শুধু একটি সামরিক সিদ্ধান্ত বললে ভুল হবে, এটি ছিল এক কথায় একটি নৈতিক বিপ্লব।
এর মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করেছে যে, একটি পেশাদার বাহিনী কেবল ওপরের নির্দেশ পালন করে না, তারা নিজেদের বিবেকের কাছেও দায়বদ্ধ। ইতিহাস সাক্ষী, সেনাবাহিনী যখনই জনগণের পক্ষে অবস্থান নেয়, তখন জাতি রক্ষা পায়; আর যখন তারা ক্ষমতার পক্ষ নেয়, সেই ইতিহাস কেবল রক্তাক্তই হয়।
রিপোর্টারের নাম 

























