ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

লিবিয়া থেকে ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এই ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

জানা যায়, এই ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেরই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যাবাসিত এই নাগরিকদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। জনসচেতনতা তৈরির জন্য এই ভয়াবহ অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একসঙ্গে কাজ করে চলেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি

আপডেট সময় : ১১:৩৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

লিবিয়া থেকে ৩১০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আজ শুক্রবার একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরে এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এই ৩১০ জন অনিয়মিত বাংলাদেশিকে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

জানা যায়, এই ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেরই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। প্রত্যাবাসিত এই নাগরিকদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। জনসচেতনতা তৈরির জন্য এই ভয়াবহ অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে ফিরে আসা প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

বর্তমানে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একসঙ্গে কাজ করে চলেছে।