ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি আরও মন্তব্য করেন যে, গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, সেই বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি।

শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।

তিনি নিশ্চিত করেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

‘পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না?’—এমন প্রশ্নের জবাবে মো. আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছে কমিশন।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এই তফসিল সময় অনুযায়ী নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা সেই সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছি।

তিনি আরও যোগ করেন, ‘আমরা নভেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন, তারাও যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

আপডেট সময় : ১১:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম। তিনি আরও মন্তব্য করেন যে, গণভোট সংসদ নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, সেই বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি।

শুক্রবার পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।

তিনি নিশ্চিত করেন যে, আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে ঘোষণা করা হবে।

‘পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না?’—এমন প্রশ্নের জবাবে মো. আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, সেটির অপেক্ষায় আছে কমিশন।

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এই তফসিল সময় অনুযায়ী নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। আমরা সেই সম্পর্কিত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করে ফেলেছি।

তিনি আরও যোগ করেন, ‘আমরা নভেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন, তারাও যেন ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’