ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ও বেনামে অবৈধ সম্পদ অর্জন ও দখল করার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক অর্থ লেনদেনের তথ্যও তদন্তাধীন।

সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত অনুমোদন দিয়েছেন যে, ঢাকা কর অঞ্চল-৬ এর ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর নথি, স্থায়ী অংশ, বিবিধ অংশ, অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে), নোটসিটসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও অফিস আদেশ পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর সেই নথিগুলোর সত্যায়িত ফটোকপি তৈরি করে মামলার আলামত হিসেবে জব্দ করা হবে।

একই প্রক্রিয়ায় আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথিও পর্যালোচনার জন্য এই আদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

অবৈধ সম্পদ অর্জনের দুই মামলায় শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং তার স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথি পর্যালোচনার জন্য জব্দ করার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে ও বেনামে অবৈধ সম্পদ অর্জন ও দখল করার অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনক অর্থ লেনদেনের তথ্যও তদন্তাধীন।

সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত অনুমোদন দিয়েছেন যে, ঢাকা কর অঞ্চল-৬ এর ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর নথি, স্থায়ী অংশ, বিবিধ অংশ, অ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে), নোটসিটসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও অফিস আদেশ পর্যালোচনা করা হবে। পর্যালোচনার পর সেই নথিগুলোর সত্যায়িত ফটোকপি তৈরি করে মামলার আলামত হিসেবে জব্দ করা হবে।

একই প্রক্রিয়ায় আশরাফুল আলম খোকনের স্ত্রী রেজওয়ানা নূরীর আয়কর নথিও পর্যালোচনার জন্য এই আদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে।