গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে কলেজ ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) রাতে সান্তাহার থেকে আসা ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় তার নিথর দেহ দেখতে পান রেলওয়ের কর্মীরা।
বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহত মোজাহার আলী সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে কলেজ ট্রেনটি বোনারপাড়া স্টেশনে থামলে ঝাড়ুদাররা বগি পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। একপর্যায়ে ট্রেনের শেষ বগিতে তারা মোজাহার আলীর নিথর দেহ দেখতে পান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 




















