ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক মঞ্চের লক্ষ্য: আজ থেকে শুরু জাতীয় যুব হ্যান্ডবল

আজ রবিবার (১১ জানুয়ারি) থেকে রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। আগামী জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই টুর্নামেন্ট। তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১০টি জেলার তরুণ খেলোয়াড়রা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামছে।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে স্থান পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। অন্যদিকে, ‘খ’ গ্রুপে খেলবে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে লড়বে। আগামী ১৫ জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের মূল উদ্দেশ্য হলো এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা। বিশেষ করে, জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একটি শক্তিশালী ও প্রতিভাবান দল গঠন করাই প্রধান লক্ষ্য। ফেডারেশন জানিয়েছে, নির্বাচিত খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণের আওতায় এনে দীর্ঘমেয়াদে গড়ে তোলা হবে, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে গতকাল শনিবার (১০ জানুয়ারি) ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ বলেন, “এই যুব প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আমরা এখান থেকে সেরা প্রতিভা তুলে এনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে চাই।” এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা এবং কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য সচিব মো. মকবুল হোসেন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্নেল এস এম মোরশেদ সরওয়ার (অব.) তাদের সহযোগিতার হাত আরও দীর্ঘ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, “আমরা দীর্ঘ সময় ধরে হ্যান্ডবল ফেডারেশনের পাশে থাকতে চাই এবং বাংলাদেশের হ্যান্ডবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে অংশীদার হতে প্রস্তুত।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

আন্তর্জাতিক মঞ্চের লক্ষ্য: আজ থেকে শুরু জাতীয় যুব হ্যান্ডবল

আপডেট সময় : ০৯:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আজ রবিবার (১১ জানুয়ারি) থেকে রাজধানীর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। আগামী জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আসরের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাইয়ের প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে এই টুর্নামেন্ট। তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১০টি জেলার তরুণ খেলোয়াড়রা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামছে।

এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘ক’ গ্রুপে স্থান পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, কুষ্টিয়া ও মাদারীপুর জেলা। অন্যদিকে, ‘খ’ গ্রুপে খেলবে ঢাকা, যশোর, ফরিদপুর, জামালপুর ও নড়াইল জেলা। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি দল সেমিফাইনালে লড়বে। আগামী ১৫ জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণ করা হবে।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের মূল উদ্দেশ্য হলো এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের চিহ্নিত করা। বিশেষ করে, জুনে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একটি শক্তিশালী ও প্রতিভাবান দল গঠন করাই প্রধান লক্ষ্য। ফেডারেশন জানিয়েছে, নির্বাচিত খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণের আওতায় এনে দীর্ঘমেয়াদে গড়ে তোলা হবে, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

প্রতিযোগিতা শুরুর প্রাক্কালে গতকাল শনিবার (১০ জানুয়ারি) ফেডারেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ বলেন, “এই যুব প্রতিযোগিতা শুধু একটি ইভেন্ট নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। আমরা এখান থেকে সেরা প্রতিভা তুলে এনে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে চাই।” এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ও আয়োজন কমিটির সদস্য সচিব রাশিদা আফজালুন নেসা এবং কার্যনির্বাহী সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য সচিব মো. মকবুল হোসেন।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) কর্নেল এস এম মোরশেদ সরওয়ার (অব.) তাদের সহযোগিতার হাত আরও দীর্ঘ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি জানান, “আমরা দীর্ঘ সময় ধরে হ্যান্ডবল ফেডারেশনের পাশে থাকতে চাই এবং বাংলাদেশের হ্যান্ডবলকে আরও উচ্চতায় নিয়ে যেতে অংশীদার হতে প্রস্তুত।”