ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ঢাকা-৯ আসন থেকে লড়তে যাওয়া এই জনপ্রিয় মুখ মার্কা হিসেবে ‘ফুটবল’ চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবেন বলে জানিয়েছেন।
আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর ডা. তাসনিম জারা সাংবাদিকদের বলেন, “ইসিতে আমাদের আপিল মঞ্জুর হয়েছে এবং আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে দেশ-বিদেশ থেকে সকলে অনেক শুভকামনা ও দোয়া জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।” পছন্দের প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা ফুটবল মার্কা চেয়ে আবেদন করব। এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই চিকিৎসক গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পান। দলটি থেকে নির্বাচন করার কথা থাকলেও, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট ঘোষণার পরপরই তিনি দল ত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।
ডা. তাসনিম জারা ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এই আসনটি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইদিন গণভোটও। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুরু হয় গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এই পাঁচ দিনে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে।
আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আজ ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে।
রিপোর্টারের নাম 

























