ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভোট ডাকাতির পরিকল্পনা চলছে: নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহলে কারচুপি ও ভোট ডাকাতির নীল নকশা তৈরি হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রাতে গাজীপুরের টঙ্গীতে জেলমুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলামের দাবি, নির্বাচনের ফলাফল আগেভাগেই একটি নির্দিষ্ট পক্ষের অনুকূলে নেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে এবং এর অংশ হিসেবেই জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে টার্গেট করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, সুরভীর মতো যোদ্ধারা ন্যায়বিচার পাননি, বরং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু সংবাদমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানের কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক ও ঢালাও সংবাদ প্রচার করছে। এনসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হচ্ছে তাকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। ৫ আগস্টের পর সারা দেশে কারা প্রকৃতপক্ষে দখলবাজি ও দুর্নীতিতে জড়িয়েছে, তা দেশের মানুষের কাছে পরিষ্কার বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা কোনো বাড়তি সুবিধা চাই না, কেবল নিরপেক্ষ অবস্থান চাই।” তিনি প্রশাসন ও মিডিয়ার প্রতি অনুরোধ জানান যেন অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কোনো ধরনের অবিচার বা বিষোদগার করা না হয়। নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়ে দেন যে, কোনো ধরনের নির্বাচনী কারসাজি বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এবং দেশের মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

ভোট ডাকাতির পরিকল্পনা চলছে: নাহিদ ইসলামের হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ মহলে কারচুপি ও ভোট ডাকাতির নীল নকশা তৈরি হচ্ছে। সোমবার (৫ জানুয়ারি ২০২৬) রাতে গাজীপুরের টঙ্গীতে জেলমুক্ত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলামের দাবি, নির্বাচনের ফলাফল আগেভাগেই একটি নির্দিষ্ট পক্ষের অনুকূলে নেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে এবং এর অংশ হিসেবেই জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম সারির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে টার্গেট করা হচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, সুরভীর মতো যোদ্ধারা ন্যায়বিচার পাননি, বরং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু সংবাদমাধ্যম জুলাই গণ-অভ্যুত্থানের কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক ও ঢালাও সংবাদ প্রচার করছে। এনসিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ তোলা হচ্ছে তাকে তিনি পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন। ৫ আগস্টের পর সারা দেশে কারা প্রকৃতপক্ষে দখলবাজি ও দুর্নীতিতে জড়িয়েছে, তা দেশের মানুষের কাছে পরিষ্কার বলে তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, “আমরা কোনো বাড়তি সুবিধা চাই না, কেবল নিরপেক্ষ অবস্থান চাই।” তিনি প্রশাসন ও মিডিয়ার প্রতি অনুরোধ জানান যেন অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি কোনো ধরনের অবিচার বা বিষোদগার করা না হয়। নাহিদ ইসলাম স্পষ্ট করে জানিয়ে দেন যে, কোনো ধরনের নির্বাচনী কারসাজি বা ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না এবং দেশের মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।