বিপিএলের চলতি আসরে টানা চতুর্থ হারের তিক্ত স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস। সিলেটের বিপক্ষে মাত্র ৬১ রানে অলআউট হয়ে বড় ব্যবধানে হেরেছে তারা। নাসুম আহমেদের বিধ্বংসী বোলিং আর ব্যাটারদের দায়িত্বশীলতায় ৬ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। উদ্বোধনী জুটিতে ২৪ রান তুলে শুভসূচনার ইঙ্গিত দিলেও এরপরই শুরু হয় মড়ক। দলীয় স্কোরে মাত্র ৯ রান যোগ করতেই ৪ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দলটি। মাঝে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও নাসুম আহমেদের ঘূর্ণি জাদুতে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন নোয়াখালীর ব্যাটাররা। শেষ ১৫ রান তুলতেই তারা হারায় শেষ ৬ উইকেট। শেষ পর্যন্ত মাত্র ৬১ রানেই গুটিয়ে যায় নোয়াখালী, যা বিপিএলের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সিলেটের হয়ে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাসুম আহমেদ।
৬২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় সিলেট। তবে দ্বিতীয় উইকেটে তাওফিক ও জাকির হোসেন মিলে ৫৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। তাওফিক ৩২ এবং জাকির ২৪ রান করে সাজঘরে ফেরেন। শেষের দিকে দ্রুত ৩টি উইকেট হারালেও বড় কোনো অঘটন ঘটেনি। ১১ ওভার ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট টাইটান্স। এই হারের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের ছন্দহীন যাত্রাকে আরও দীর্ঘায়িত করল নোয়াখালী এক্সপ্রেস।
রিপোর্টারের নাম 

























