ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়। আজ পৃথক তিন মামলায় আদালতে ৯ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। এরপর জয় ও পুতুলের মামলায় একই সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিবেন। 

আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুম সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তাসহ ৯ জন। 

চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে চলতি বছরের ১১ অগাস্ট প্রথম দিনে এসব মামলার তিন বাদী, ২৬ অগাস্ট ১৭ জন এবং তৃতীয় দিন ২ সেপ্টেম্বর ১৮ জন সাক্ষ্য দেন। 

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়। এর আগে গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বৈত নাগরিকত্ব জটিলতা: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থিতা আপিলেও বাতিল

শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

আপডেট সময় : ১২:২৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়। আজ পৃথক তিন মামলায় আদালতে ৯ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। এরপর জয় ও পুতুলের মামলায় একই সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিবেন। 

আজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন কালীগঞ্জ সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুম সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তাসহ ৯ জন। 

চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে চলতি বছরের ১১ অগাস্ট প্রথম দিনে এসব মামলার তিন বাদী, ২৬ অগাস্ট ১৭ জন এবং তৃতীয় দিন ২ সেপ্টেম্বর ১৮ জন সাক্ষ্য দেন। 

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়। এর আগে গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।