নাকভি জানান, এখনই দলটি বিক্রি করা সম্ভব নয়। কারণ পাকিস্তানের সরকারি নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক বিজ্ঞাপন, দরপত্র এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। এই প্রক্রিয়া শেষ হতে প্রায় দুই মাস লাগে।
তবে নতুন দুটি পিএসএল দলের জন্য নিলাম প্রক্রিয়া আগেই শুরু হয়ে গেছে। তাই সেই নিলামের সঙ্গে মুলতান সুলতানসকে যুক্ত করা যায়নি। প্রক্রিয়া শেষ হলেই দলটি বিক্রি করা হবে।
গুঞ্জন রয়েছে, আলি খান তারিন নতুন দল কিনে আবার পিএসএলে ফিরতে পারেন। এ বিষয়ে নাকভি বলেন, “মুলতান সুলতানসের জন্য আলি অনেক কাজ করেছেন। নিয়ম অনুযায়ী তিনি চাইলে নতুন দল কিনতে পারবেন, আমরা তাকে স্বাগত জানাব।”
রিপোর্টারের নাম 

























