ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মাধবপুরে ট্রাকভর্তি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জগদীশপুর এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পুরোনো কাগজের কার্টন বোঝাই একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস এবং জিরা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে বিভিন্ন প্রকারের প্রসাধনী সামগ্রী, উন্নতমানের শাড়ি ও জিরা রয়েছে। এসব পণ্যের বাজারমূল্য যাচাই করে ১ কোটি ৫৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জব্দকৃত এসব ভারতীয় পণ্য পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। চোরাচালান রোধে সীমান্ত ও মহাসড়কগুলোতে বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ: সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে গুরুত্বারোপ

মাধবপুরে ট্রাকভর্তি দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

আপডেট সময় : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সন্ধ্যায় উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল জগদীশপুর এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৫টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পুরোনো কাগজের কার্টন বোঝাই একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি শুরু করেন বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস এবং জিরা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে বিভিন্ন প্রকারের প্রসাধনী সামগ্রী, উন্নতমানের শাড়ি ও জিরা রয়েছে। এসব পণ্যের বাজারমূল্য যাচাই করে ১ কোটি ৫৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

জব্দকৃত এসব ভারতীয় পণ্য পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে। চোরাচালান রোধে সীমান্ত ও মহাসড়কগুলোতে বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।