ঢাকা ০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল দুটি হ্যান্ড গ্রেনেড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করার সময় অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড় গড়িয়ালা গ্রামের একটি বসতবাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে যৌথ বাহিনীর একটি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় গড়িয়ালা গ্রামের বাসিন্দা বাবু মিয়ার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য সকালে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ শুরু করেন। খননকাজের এক পর্যায়ে মাটির গভীরে গোলাকার দুটি ধাতব বস্তু দেখতে পান শ্রমিকরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং এলাকাটি নিরাপদ বেষ্টনীতে ঘিরে ফেলে। পরবর্তীতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অত্যন্ত পুরনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গ্রেনেড দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরবর্তী সময়ে এগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। গ্রেনেড পাওয়ার সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী সমঝোতায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দল: আসন ভাগাভাগির ঘোষণা কাল

ঝিনাইদহে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তেই মিলল দুটি হ্যান্ড গ্রেনেড

আপডেট সময় : ১১:১৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে বাড়ি নির্মাণের জন্য মাটি খনন করার সময় অবিস্ফোরিত অবস্থায় দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বড় গড়িয়ালা গ্রামের একটি বসতবাড়ি থেকে গ্রেনেড দুটি উদ্ধার করে যৌথ বাহিনীর একটি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় গড়িয়ালা গ্রামের বাসিন্দা বাবু মিয়ার বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য সকালে শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ শুরু করেন। খননকাজের এক পর্যায়ে মাটির গভীরে গোলাকার দুটি ধাতব বস্তু দেখতে পান শ্রমিকরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটিকে হ্যান্ড গ্রেনেড হিসেবে শনাক্ত করে এবং এলাকাটি নিরাপদ বেষ্টনীতে ঘিরে ফেলে। পরবর্তীতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো অত্যন্ত পুরনো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, গ্রেনেড দুটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ দলের মাধ্যমে পরবর্তী সময়ে এগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। গ্রেনেড পাওয়ার সংবাদে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।