ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই: রাশেদ খান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শিরোনাম: খালেদা জিয়ার স্বপ্নপূরণ ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের মহাপরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

রোববার (১০ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দেশপ্রেমিক এক নেত্রী, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আমরা তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি বলেন, “তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্র-জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই জেলার আন্দোলনের সূচনালগ্নে আমি প্রথম কারাবরণ করেছিলাম। আমরা সেই ত্যাগের মহিমাকে বৃথা যেতে দেব না।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়—এই আদর্শ মেনে আমাদের কাজ করতে হবে। তারেক রহমান আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আসনটি তাঁকে উপহার দিতে চাই। তিনি দেশের উন্নয়নের জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আপনাদের নিয়ে আমি একযোগে কাজ করতে চাই।”

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই দোয়া মাহফিলে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন এবং কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকার আমলাতন্ত্রের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি টিআইবির

বেগম খালেদা জিয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই: রাশেদ খান

আপডেট সময় : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শিরোনাম: খালেদা জিয়ার স্বপ্নপূরণ ও তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চাই: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের মহাপরিকল্পনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান।

রোববার (১০ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাশেদ খান বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দেশপ্রেমিক এক নেত্রী, যিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। আমরা তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি বলেন, “তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ছাত্র-জনতার যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এই জেলার আন্দোলনের সূচনালগ্নে আমি প্রথম কারাবরণ করেছিলাম। আমরা সেই ত্যাগের মহিমাকে বৃথা যেতে দেব না।”

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়—এই আদর্শ মেনে আমাদের কাজ করতে হবে। তারেক রহমান আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আসনটি তাঁকে উপহার দিতে চাই। তিনি দেশের উন্নয়নের জন্য যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, তা বাস্তবায়নে আপনাদের নিয়ে আমি একযোগে কাজ করতে চাই।”

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই দোয়া মাহফিলে প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেন এবং কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

এছাড়াও জেলা ও স্থানীয় পর্যায়ের যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থেকে আগামীদিনের চ্যালেঞ্জ মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।