ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মনোনয়নপত্রের আপিল শুনানি শুরু: ৬৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ ১৮ জানুয়ারি পর্যন্ত

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পাঁচ দিনে ৬৪৫ আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। আজ আপিলের শুনানি শুরু হবে। সকাল ১০টা থেকে এ শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় সিইসিসহ নির্বাচন কমিশনাররা শুনানি গ্রহণ করবেন। আজ আপিল আবেদনের ১ থেকে ১৭০ নম্বর পর্যন্ত আবেদনকারীদের শুনানি হবে।

এর আগে প্রথম দিন সোমবার ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। আর তৃতীয় দিন বুধবার  আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। গতকাল পঞ্চম দিনে আপিল জমা পড়েছে ১৭৫টি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।

আজ শুনানি শুরু : আজ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হচ্ছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো; ১০ জানুয়ারি : আপিল নম্বর ০১-৭০, ১১ জানুয়ারি : আপিল নম্বর ৭১-১৪০, ১২ জানুয়ারি : আপিল নম্বর ১৪১-২১০, ১৩ জানুয়ারি : আপিল নম্বর ২১১-২৮০, ১৪ জানুয়ারি : আপিল নম্বর ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি : আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি : আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি : আপিল নম্বর ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি : আপিল নম্বর ৫৬১ হতে অবশিষ্ট সব। রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে।

এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে সংস্থাটি। তফসিল অনুযায়ী, গতকাল ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করেছে। আপিল নিষ্পত্তি হবে আজ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে: প্রধান উপদেষ্টা

মনোনয়নপত্রের আপিল শুনানি শুরু: ৬৪৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ ১৮ জানুয়ারি পর্যন্ত

আপডেট সময় : ০৫:৪১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পাঁচ দিনে ৬৪৫ আপিল আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। আজ আপিলের শুনানি শুরু হবে। সকাল ১০টা থেকে এ শুনানি চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ সময় সিইসিসহ নির্বাচন কমিশনাররা শুনানি গ্রহণ করবেন। আজ আপিল আবেদনের ১ থেকে ১৭০ নম্বর পর্যন্ত আবেদনকারীদের শুনানি হবে।

এর আগে প্রথম দিন সোমবার ৪২টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি আবেদন করা হয়। আর তৃতীয় দিন বুধবার  আপিলের আবেদন করা হয়েছে ১৩১টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি আপিল আবেদন এসেছে। গতকাল পঞ্চম দিনে আপিল জমা পড়েছে ১৭৫টি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী রয়েছেন ১ হাজার ৮৪২ জন।

আজ শুনানি শুরু : আজ নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হচ্ছে। আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো; ১০ জানুয়ারি : আপিল নম্বর ০১-৭০, ১১ জানুয়ারি : আপিল নম্বর ৭১-১৪০, ১২ জানুয়ারি : আপিল নম্বর ১৪১-২১০, ১৩ জানুয়ারি : আপিল নম্বর ২১১-২৮০, ১৪ জানুয়ারি : আপিল নম্বর ২৮১-৩৫০, ১৫ জানুয়ারি : আপিল নম্বর ৩৫১-৪২০, ১৬ জানুয়ারি : আপিল নম্বর ৪২১-৪৯০, ১৭ জানুয়ারি : আপিল নম্বর ৪৯১-৫৬০ এবং ১৮ জানুয়ারি : আপিল নম্বর ৫৬১ হতে অবশিষ্ট সব। রায়ের অনুলিপি বিতরণ শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে।

এ ছাড়া নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, পরিস্থিতি ও আপিলের সংখ্যা বিবেচনায় এ সময়সূচি পরিবর্তন হতে পারে। শুনানির সময় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে সংস্থাটি। তফসিল অনুযায়ী, গতকাল ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করেছে। আপিল নিষ্পত্তি হবে আজ ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।