নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। আগামীকাল ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফরের কথা ছিল তারেক রহমানের। গতকাল রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সফর স্থগিতের কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ১১ জানুয়ারি থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য তারেক রহমান দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের এই সফর স্থগিত করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালে চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। এরই মধ্যে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতা বিশেষ করে বিএনপির অনেককে গুলি করা হয়েছে। কয়েক দিন আগে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা সফরের বিষয়ে বিএনপি থেকে জানানো হয়েছিল, শহীদ জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য এই সফরের আয়োজন করা হয়। সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল তারেক রহমানের। তারপর সিদ্ধান্ত ছিল বগুড়ায় যাওয়ার। সফরকালে তারেক রহমানের মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ এবং তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারতের কথা ছিল।
রিপোর্টারের নাম 

























