গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের পার্টিতে যোগ ও মাদক সেবনের অভিযোগ: নোরা ফাতেহি দিলেন প্রতিক্রিয়া
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে নিয়ে সম্প্রতি শোবিজ অঙ্গনে একটি চাঞ্চল্যকর খবর ভেসে বেড়াচ্ছে। কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে তার ওঠাবসা এবং মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও অভিনেত্রী এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, একজন মাদক পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা দাবি করেছেন যে, দাউদ ইব্রাহিম আয়োজিত একটি মাদক পার্টিতে নোরা উপস্থিত ছিলেন। সামাজিক মাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন।
নোরা ফাতেহি তার পোস্টে লিখেছেন, তিনি কোনো ধরনের পার্টিতে যান না এবং পুরো সময় কাজ নিয়েই ব্যস্ত থাকেন। তার ভাষায়, “আমি সারাদিন কাজ করি। আমার ব্যক্তিগত জীবন বলেও কিছু নেই। ছুটির দিনে হয় বাসায় থাকি, নয়তো দুবাইয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটাই। নিজের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করছি, তাই এসব অভিযোগ ভিত্তিহীন।”
অভিযোগকারীদের বিরুদ্ধে সতর্ক করে নোরা আরও বলেন, যারা তার নাম ব্যবহার করছেন, তাদের অনুরোধ— এটা বন্ধ করুন, না হলে এর পরিণাম ভালো হবে না। তিনি এবার আর চুপ করে থাকবেন না বলেও জানিয়েছেন।
জানা গেছে, শুধু নোরা নন, একই অভিযোগে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরসহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে। সূত্র বলছে, মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ শিগগিরই সংশ্লিষ্ট শিল্পীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে। এর আগে নোরা অভিনয় ছেড়ে গানের জগতে নিয়মিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
রিপোর্টারের নাম 

























