জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল কোর্সে ২য় পর্যায়ের আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য ২য় পর্যায়ের অনলাইন প্রাথমিক আবেদন আজ (সোমবার) বিকেল ৪টা থেকে শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া আগামী ২০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে। এরপর সংশ্লিষ্ট কলেজে ২২ নভেম্বরের মধ্যে প্রাথমিক আবেদন ফি ৮০০ টাকা জমা দিতে হবে। কলেজগুলো মোবাইল ব্যাংকিং বা সরাসরি উভয় মাধ্যমেই ফি গ্রহণ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন, তাদের দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই। তবে এই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের সরাসরি কোনো মেধা তালিকা দেওয়া হবে না। মেধা তালিকায় স্থান পেতে হলে আবেদনকারীদের পরে রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম সংগ্রহ, ফি জমা এবং কলেজ কর্তৃক অনলাইন নিশ্চয়নের কাজ ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া নিশ্চয়নকৃত আবেদন ফি’র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে সোনালী ব্যাংকের নির্দিষ্ট শাখায় জমা দিতে হবে।
রিপোর্টারের নাম 
























