সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ রবিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের প্রধান সড়ক (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত) যানজটমুক্ত রাখার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সকল প্রকার যানবাহনকে ওই দিন সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং আবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বসাধারণের জন্য নৌবাহিনীর জাহাজ উন্মুক্ত
এদিকে, ‘সশস্ত্র বাহিনী দিবস- ২০২৫’ উদযাপন উপলক্ষে আগামী শুক্রবার (২১ নভেম্বর) নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত রাখা হবে। বিকেল ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব জাহাজ উন্মুক্ত থাকবে।
নির্ধারিত স্থানগুলো হলো:
- ঢাকায়: সদরঘাট।
- চট্টগ্রামে: নেভাল বার্থ/বিএন আরআরবি।
- খুলনায়: নেভাল বার্থ/রকেট ঘাঁট এবং দিগরাজ নেভাল বার্থ/মোংলা বন্দর।
- বরিশালে: বিআইডব্লিউটিএ ঘাঁট।
- চাঁদপুরে: চাঁদপুর বিআইডব্লিউটিএ ঘাঁট।
রিপোর্টারের নাম 

























