যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে সোমবার (৩ নভেম্বর) অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ জনকে হত্যাচেষ্টার অপরাধে অভিযুক্ত করা হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ৩২ বছর বয়সি অ্যান্থনি উইলিয়ামসের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে হত্যাচেষ্টা, শারীরিক আঘাত এবং ধারালো অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া একই দিনে লন্ডনের পন্টুন ডক স্টেশনে সংঘটিত আরেকটি ঘটনার ক্ষেত্রেও তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
পূর্ব ইংল্যান্ডের পিটারবরো শহরের বাসিন্দা উইলিয়ামসকে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
শনিবার লন্ডনগামী এক ট্রেনে উপর্যুপরি ছুরিকাঘাত শুরু হয়। ওই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনটি জরুরি অবস্থায় থামানো হলে হান্টিংডন শহরে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।
ওই ঘটনায় ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ট্রেনের এক কর্মীর অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে তিনিও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটিকে এখনও সন্ত্রাসবাদী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
তথ্যসূত্র: রয়টার্স, এপি
রিপোর্টারের নাম 

























