মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার কিউবাকে সতর্ক করে বলেছেন, তারা যেন অবিলম্বে চুক্তির আওতায় আসে, অন্যথায় তাদের অনির্দিষ্ট পরিণতির সম্মুখীন হতে হবে। একই সঙ্গে হাভানার উদ্দেশে ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থের সব ধরনের প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তিনি।
রোববার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না—শূন্য। তিনি কিউবা কর্তৃপক্ষকে দ্রুত চুক্তিতে আসার “জোরালো পরামর্শ” দেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নেওয়ার লক্ষ্যে মার্কিন বাহিনীর কারাকাস অভিযান পরিচালনার এক সপ্তাহ পর ট্রাম্প এই মন্তব্য করেন। ওই অভিযানে ভেনেজুয়েলা ও কিউবার নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হন বলে জানানো হয়।
এদিন সকালে ট্রাম্প একটি পোস্ট পুনঃপ্রচার করেন, যেখানে বলা হয়—মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভবিষ্যতে কমিউনিস্ট-শাসিত কিউবার প্রেসিডেন্ট হতে পারেন। সেই পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, বিষয়টি তাঁর কাছে “ভালোই শোনাচ্ছে”।
এরপর দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, বহু বছর ধরে কিউবা ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ পেয়েছে এবং এর বিনিময়ে দেশটির নেতৃত্বকে নিরাপত্তা সহায়তা দিয়েছে। তবে এখন থেকে তা আর চলবে না বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক মার্কিন অভিযানে মাদুরোর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত অধিকাংশ কিউবান সদস্য নিহত হয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার আর ওই ধরনের নিরাপত্তা সহায়তার প্রয়োজন নেই।
উল্লেখ্য, মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে ২০০০ সালের পর থেকে কিউবা ক্রমশ ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল হয়ে ওঠে। প্রয়াত নেতা হুগো শাভেজের আমলে করা এক চুক্তির আওতায় এই তেল সরবরাহ শুরু হয়েছিল।
এসআর
রিপোর্টারের নাম 





















