বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় বিভেদ এড়াতে মতপার্থক্য নিয়ে খোলা মনে আলোচনার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
গত শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রবীণ ও নবীন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, “আমাদের মধ্যে বিভিন্ন রকম মতপার্থক্য থাকা স্বাভাবিক। এসব মতপার্থক্য নিয়ে আলাপ-আলোচনা হওয়া জরুরি। কিন্তু এই মতপার্থক্য যেন কোনোভাবেই মতবিভেদে পরিণত হয়ে জাতিকে বিভক্ত করে না ফেলে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।”
তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ৫ আগস্টের (২০২৪) প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “হিংসা, প্রতিশোধ ও প্রতিহিংসার পরিণতি কী হতে পারে, তা আমরা ৫ আগস্টের ঘটনায় দেখেছি। আমরা অবশ্যই সেই পরিস্থিতিতে ফিরে যেতে চাই না।” তিনি জোর দেন যে, যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা অপরিহার্য।
সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “নতুন প্রজন্ম একটি সঠিক দিকনির্দেশনা এবং আশার আলো দেখতে চায়। শুধু নতুন প্রজন্ম নয়, আমার মনে হয়েছে প্রতিটি প্রজন্মই যেন একটি গাইডেন্সের প্রত্যাশা করে।”
রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। এর মাধ্যমে জাতিকে একটি সঠিক দিকে পরিচালিত করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রিপোর্টারের নাম 
























