ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের আদালতে তোলা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ফুটেজে দেখা গেছে, এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই নেতাকে হাতকড়া পরা অবস্থায় আদালতে আনা হয়েছে। এসময় তার পরনে ছিল বাদামি রঙের পোশাক এবং উজ্জ্বল কমলা রঙের জুতা। বিমানবন্দর থেকে অবতরণের পর তাকে বিশেষ নিরাপত্তা বাহিনীর পাহারায় একটি ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এসময় তার সঙ্গে স্ত্রী সিলিয়া ফ্লোরেসও ছিলেন।
এর আগে গত শনিবার ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে আসে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রে আনার পর তাদের নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিবি) রাখা হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির শুরুতে মাদুরোর বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের বিস্তারিত বিবরণ পড়ে শোনানো হবে। এই হাই-প্রোফাইল মামলাটিকে কেন্দ্র করে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























