আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। নির্বাচনের অংশ হিসেবে জমা দেওয়া তাঁর হলফনামায় উঠে এসেছে সম্পদের এক চমকপ্রদ তথ্য। পেশায় আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় ৫১ লাখ টাকা হলেও তাঁর স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান সম্পদ ও আয়ের দিক থেকে স্বামীর চেয়ে অনেক বেশি এগিয়ে।
হলফনামার বিবরণ অনুযায়ী, শিশির মনিরের ব্যাংক হিসাবে জমা আছে মাত্র ২ হাজার ৩০০ টাকা। তবে তাঁর কাছে নগদ ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা রয়েছে। এছাড়া তাঁর অন্যান্য অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গাড়ি, ৪ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা।
অন্যদিকে, শিশির মনিরের স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান একজন বেসরকারি চাকরিজীবী। তাঁর বার্ষিক আয় স্বামীর তুলনায় প্রায় দ্বিগুণ এবং অস্থাবর সম্পদ তিন গুণেরও বেশি। হলফনামা অনুযায়ী, সুমাইয়ার ব্যাংক অ্যাকাউন্টে আছে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা এবং সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকার। তাঁর নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমিও রয়েছে। এছাড়া ৪৩ লাখ ২৫ হাজার টাকার যানবাহন, উপহারের ২৫ ভরি সোনা এবং ৭ লাখ ২০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে তাঁর নামে।
মামলা সংক্রান্ত তথ্যে শিশির মনির উল্লেখ করেছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা, যেটির কার্যক্রম উচ্চ আদালতের আদেশে বর্তমানে স্থগিত রয়েছে। অন্য মামলাটি এখনো তদন্তাধীন পর্যায়ে রয়েছে।
রিপোর্টারের নাম 
























