ইন্দোনেশিয়ার মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে এই আগুন লাগে এবং দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্তরা নিউজকে এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন এবং অগ্নিকাণ্ডের সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ ইতোমধ্যে এই মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধাশ্রমটিতে লাগা আগুনের ভিডিও প্রকাশ করে। প্রকাশিত ফুটেজে দেখা যায়, আগুনের লেলিহান শিখা রীতিমতো পুরো ভবনটিকে গ্রাস করছে এবং সেখানে বসবাসকারী অসহায় মানুষজন জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। এই ভয়াবহ দৃশ্যে ঘটনার তীব্রতা স্পষ্টভাবে উঠে এসেছে।
রিপোর্টারের নাম 





















