চাচাতো ভাই মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে তিনি দুটি ওয়ানডে ও একটি টেস্ট ম্যাচ খেলেছেন। মাইকেল আগামী মাসে ভারতের সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন। দুজন ২০১০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একসঙ্গে খেলেছিলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রেসওয়েলের অর্জন বেশ বিরল। তিনি ৪ হাজারের বেশি রান ও ৪০০-এর বেশি উইকেট নেওয়া ক্রিকেটারদের একজন। নিউজিল্যান্ডে এই কীর্তি আছে কেবল আরেকজনের স্পিনার জিতেন প্যাটেলের।
১৩৭ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে ব্রেসওয়েল নিয়েছেন ৪৩৭ উইকেট (গড় ৩১.০৮) এবং করেছেন ৪৫০৫ রান (গড় ২৫.৪৫), যেখানে রয়েছে তিনটি শতক।
রিপোর্টারের নাম 

























