ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ পরিবর্তন চায় এবং স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদী। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

আপডেট সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ পরিবর্তন চায় এবং স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে বলে তিনি আশাবাদী। তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেন।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিল শেষে যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি