ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভের রেশ কাটিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে আরাগচি উল্লেখ করেন, গত সপ্তাহান্তে কিছু স্থানে সহিংসতার মাত্রা বাড়লেও বর্তমানে জনজীবন স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অস্থিরতার পেছনে বিদেশি উসকানিকে দায়ী করেছেন তিনি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে আরাগচি বলেন, ওয়াশিংটনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণেই সহিংসতা উসকে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রশাসন দায়িত্বশীল আচরণের পরিবর্তে উসকানিমূলক বার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের সহিংস হতে উৎসাহিত করছে। তবে সব বাধা কাটিয়ে ইরান তার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে বৈঠকে কূটনীতিকদের আশ্বস্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে

অভ্যন্তরীণ পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩২:২১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ইরানের সাম্প্রতিক অস্থিরতা ও বিক্ষোভের রেশ কাটিয়ে দেশের সার্বিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে আরাগচি উল্লেখ করেন, গত সপ্তাহান্তে কিছু স্থানে সহিংসতার মাত্রা বাড়লেও বর্তমানে জনজীবন স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অস্থিরতার পেছনে বিদেশি উসকানিকে দায়ী করেছেন তিনি। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে আরাগচি বলেন, ওয়াশিংটনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণেই সহিংসতা উসকে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রশাসন দায়িত্বশীল আচরণের পরিবর্তে উসকানিমূলক বার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের সহিংস হতে উৎসাহিত করছে। তবে সব বাধা কাটিয়ে ইরান তার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হয়েছে বলে বৈঠকে কূটনীতিকদের আশ্বস্ত করেন তিনি।