রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় খন্দকার সাইদুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তেজগাঁও সাউথেন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, খন্দকার সাইদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাইদুর। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।’
তিনি জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা সাইদুরের এক সহকর্মী অল্প আহত হলেও বড় কোনও ক্ষতি হয়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
নিহত খন্দকার সাইদুর রহমানের বাড়ি ঢাকার পল্লবী থানার আলাব্দিরটেক, বাউলিয়া এলাকায়। তার বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
রিপোর্টারের নাম 

























