ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ভারতের সঙ্গে নতুন ধারার কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় বিএনপি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি নতুন ও ইতিবাচক মাত্রার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে দলটির পক্ষ থেকে এই মনোভাব ব্যক্ত করা হয়।

ভারতের হাইকমিশনারের পাশাপাশি তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

শনিবার বিকেল ৫টায় গুলশান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক শেষে সংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেবে, তা নিয়ে কূটনীতিকদের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের এই আগ্রহ আরও বেড়েছে। তিনি উল্লেখ করেন যে, ভারতের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তায় দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরির যে ইঙ্গিত ছিল, আজকের বৈঠকেও সেই সুর ধ্বনিত হয়েছে।

আলোচনায় উঠে আসে যে, দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ভারতের সঙ্গে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। হুমায়ুন কবির আরও জানান, এটি মূলত একটি শুভেচ্ছা বিনিময় সভা ছিল, তাই বিস্তারিত কারিগরি আলোচনা না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা হয়েছে।

একই দিনে তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিএনপি সূত্রে জানা গেছে, আরও অনেক দেশের কূটনীতিকরা দলটির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন, যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই ক্রমবর্ধমান কূটনৈতিক যোগাযোগ দলটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিরই বহিঃপ্রকাশ বলে দাবি করছেন দলটির নেতাকর্মীরা।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে নতুন ধারার কূটনৈতিক সম্পর্ক গড়তে চায় বিএনপি

আপডেট সময় : ১১:৩১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বিদ্যমান নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি নতুন ও ইতিবাচক মাত্রার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী বিএনপি। শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে দলটির পক্ষ থেকে এই মনোভাব ব্যক্ত করা হয়।

ভারতের হাইকমিশনারের পাশাপাশি তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

শনিবার বিকেল ৫টায় গুলশান কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই কূটনৈতিক তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বৈঠক শেষে সংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আন্তর্জাতিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেবে, তা নিয়ে কূটনীতিকদের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলের এই আগ্রহ আরও বেড়েছে। তিনি উল্লেখ করেন যে, ভারতের প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তায় দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক তৈরির যে ইঙ্গিত ছিল, আজকের বৈঠকেও সেই সুর ধ্বনিত হয়েছে।

আলোচনায় উঠে আসে যে, দুই দেশের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও শান্তি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ভারতের সঙ্গে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। হুমায়ুন কবির আরও জানান, এটি মূলত একটি শুভেচ্ছা বিনিময় সভা ছিল, তাই বিস্তারিত কারিগরি আলোচনা না হলেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে কথা হয়েছে।

একই দিনে তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরাও বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিএনপি সূত্রে জানা গেছে, আরও অনেক দেশের কূটনীতিকরা দলটির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন, যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির এই ক্রমবর্ধমান কূটনৈতিক যোগাযোগ দলটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিরই বহিঃপ্রকাশ বলে দাবি করছেন দলটির নেতাকর্মীরা।