ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিলে ৫২ প্রার্থীর প্রার্থিতা বহাল, বাতিল ১৫ জনের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল মঞ্জুর হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, ১৫ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন কমিশন বিবেচনাধীন রেখেছে।

প্রথম দিনের শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা গেছে, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর প্রার্থিতা সরাসরি বহাল হয়েছে। এছাড়া, একজন প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের অপর এক প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল।

আপিল শুনানির এই প্রক্রিয়া ১০ জানুয়ারি শুরু হয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিলে ৫২ প্রার্থীর প্রার্থিতা বহাল, বাতিল ১৫ জনের

আপডেট সময় : ০৭:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষ হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আপিলের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫২ জন প্রার্থীর আপিল মঞ্জুর হওয়ায় তারা প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে, ১৫ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর হয়েছে এবং ৩টি আবেদন কমিশন বিবেচনাধীন রেখেছে।

প্রথম দিনের শুনানি শেষে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

ইসি সূত্রে জানা গেছে, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১ জন প্রার্থীর প্রার্থিতা সরাসরি বহাল হয়েছে। এছাড়া, একজন প্রার্থীর আপিলের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের অপর এক প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়েছিল।

আপিল শুনানির এই প্রক্রিয়া ১০ জানুয়ারি শুরু হয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিন ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আগামীকাল রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চালানো যাবে।