কক্সবাজারের টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধে নুর কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কামাল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা আবুল কালামের ছেলে।
গত শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এই ঘটনা ঘটে। শনিবার বিকেলে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নুর কামাল ছিলেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি নিজের নামে একটি বাহিনী তৈরি করে রোহিঙ্গা ক্যাম্প ও এর সংলগ্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত শুক্রবার রাতে ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে তার বাহিনীর সঙ্গে স্থানীয় ডাকাত সাদ্দাম গ্রুপের গোলাগুলি শুরু হয়।
এপিবিএন অধিনায়ক কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্পের আধিপত্য নিয়ে নুর কামাল এবং সাদ্দাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই শুক্রবার মধ্যরাতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়। সংঘর্ষের একপর্যায়ে নুর কামাল গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা গুলিবিদ্ধ নুর কামালকে উদ্ধার করে ক্যাম্পের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ক্যাম্পজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















