ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ বন্ধ থাকবে। নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে আপিল বিভাগের আদেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসিসূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই আসন দুটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি গত ৬ জানুয়ারি ইস্যু করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, যেখানে উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পূর্বে কিছু তথ্যগত অসংগতি দেখা গিয়েছিল। তবে বর্তমানে যে চিঠিটি জারি করা হয়েছে, সেটিই সঠিক সিদ্ধান্ত এবং এর মাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

আপডেট সময় : ০৫:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোটগ্রহণ বন্ধ থাকবে। নির্বাচনী এলাকার সীমানা সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে আপিল বিভাগের আদেশের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসিসূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ আসনের সীমানা সংক্রান্ত সিএমপি নং-১১০৫/২০২৫ মামলায় গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই আসন দুটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি গত ৬ জানুয়ারি ইস্যু করা হয়েছে। চিঠিটি ইতোমধ্যে পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, যেখানে উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পূর্বে কিছু তথ্যগত অসংগতি দেখা গিয়েছিল। তবে বর্তমানে যে চিঠিটি জারি করা হয়েছে, সেটিই সঠিক সিদ্ধান্ত এবং এর মাধ্যমে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।