গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। যৌথবাহিনীর দাবি, গ্রেপ্তার আকাশ অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন অপকর্মে ব্যবহারের জন্য সরবরাহ করতো।
র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী কলেজ রোডে অভিযান চালায়। অভিযানে আকাশের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গাজীপুর র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানিক দল মাওনা এলাকায় যায়। তাদের কাছে তথ্য ছিল যে, কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেফটেন্যান্ট কর্নেল নাফিস জানান, গ্রেপ্তার আকাশ মূলত অস্ত্র ভাড়া দেওয়ার সঙ্গে জড়িত। সে সীমান্ত পেরিয়ে বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে অপরাধীদের কাছে ভাড়া দিতো। স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার আড়ালে সে এই অস্ত্র সরবরাহ চক্র চালাতো। অভিযানে আকাশের ভাঙারি দোকানের একটি ড্রামের নিচ থেকে লোড করা অবস্থায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলাসহ একাধিক মামলা থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে সে একটি মামলায় জামিনে রয়েছে। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 

























