কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন পরীক্ষার্থীকে সাজা দেওয়া হয়েছে এবং এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার পরীক্ষা শুরুর আগেই নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। একই উপজেলার থানা এলাকা থেকে একটি মাইক্রোবাস থামিয়ে চালকসহ আরও পাঁচজনকে একই অভিযোগে আটক করে পুলিশ। যদিও উদ্ধার হওয়া প্রশ্নপত্রের ফটোকপির সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল রয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বনের দায়ে নাগেশ্বরী উপজেলার একটি কেন্দ্র থেকে এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে কুড়িগ্রাম সদর উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত আরও দুই পরীক্ষার্থীকে অর্থদণ্ডে দণ্ডিত করেন। এছাড়াও, নাগেশ্বরী উপজেলার একটি কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার জেলার সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার মোট ৩৮টি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নজরদারিতে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৮.৪৫ শতাংশ।
রিপোর্টারের নাম 

























